Google Ad Code
Repoter Image

ডেস্ক রিপোর্ট

প্রকাশ ০২/১১/২০২৫ ০৮:৪১:৩২
বিসিবি পরিচালনা পর্ষদের ভোট গ্রহণ

কড়া নিরাপত্তায় বিসিবি পরিচালনা পর্ষদের ভোট গ্রহণ শুরু। আজ সোমবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছে বিসিবির নির্বাচন। সকাল থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে গতকাল রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

 মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:

সরাসরি ভোট: ৯৮ জন  

ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মোট ভোট: ৩৫  

ই-ব্যালট: ১৯  

ক্যাটাগরি-২ (ক্লাব)

মোট ভোট: ৭৬  

ই-ব্যালট: ৩৪  

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল) 

মোট ভোট: ৪৫  

ই-ব্যালট: ৫

সিলেট আই নিউজ / ডেস্ক রিপোর্ট

Google Ad Code

Google Ad Code

ফেসবুক পেইজ

Google Ad Code

Google Ad Code